প্রতিস্থাপন করতে হবে নিজেকে,নিজের উপরে!
প্রতিস্থাপন করতে হবে নিজেকে,নিজের উপরে!যেমন মাটির বাড়ির দেয়ালে কাদা লাগায়া মাসে একবার করে নতুন কাদা প্রতিস্থাপন করে তেমনি করে!
নাহলে ঘোর বিপদ,জীবনের মৃত্যু খুব সন্নিকটে!আত্মার মৃত্যু প্রতিনিয়ত,নিজের ভাগ্যের মৃত্যু প্রতি সেকেন্ডে!সব নিজের দোষে।
আমি পাপী,আমি পবিত্র পাপী আমার কাছে!আমাকে অপবিত্র করার পিছনে আমি দায়ী!আমাকে বাঁচতে হবে,বাঁচাইতে হবে আমার আত্নাকে।
মহাজাগতিক এক নেশা আছে মনুষ্যত্বে!কি এক নেশা!ঘুম ভাংলেও আবার ঘুমাই!ঘুমের মাঝে দেখি কত খেলা দয়াল!এই খেলায় আসক্ত হইয়া নিজেরে সঁপে দিছি।
দয়াল আমি বুঝলাম তুমি আমারে বানাইছো ঠিকি।কলকব্জা দিছো ঠিকি!তবে সাথে এখান মেকার দাওনি,নষ্ট হইলে ক্যামনে সাইর্যা নিমু!
মেকার হইলাম দয়াল,
তুমি হইয়ো বটগাছ!
বুঝলাম দয়াল তোমার রীতি
মানুষ বানানোয়!
আমি উন্মাদ,আমি মাতাল।

No comments