তথাকথিত আমি কোন পেরেক নই যে হাতুড়ের শক্ত ভারে ঢুকে যাবো মলীন কোন হৃদয়ে!আমি কোন যাযাবর নই যে হুঁট করে ঠাই নিবো রাস্তার মাঝে!

তথাকথিত আমি কোন পেরেক নই যে হাতুড়ের শক্ত ভারে ঢুকে যাবো মলীন কোন হৃদয়ে!আমি কোন যাযাবর নই যে হুঁট করে ঠাই নিবো রাস্তার মাঝে! আমি সভ্য সমাজের এক পুরুষ নামক প্রাণী।যেখানে আমার পরিচয় শুধু আমি নিজেইই!আমি উন্মাদ,আমি মাতাল,আমি মাত্র ধ্বংসাবশেষ,আমি মানেই শুরুর শেষ! আমি নিজেকে গড়েছিলাম কাগজের ঘুড়ির সুতোর মতো,যেন আকাশে ছেড়ে দিলে মিশে যায় দূর থেকে দূরান্তে!আমি হেঁটেছিলাম অনন্ত পথ ধরে যেথায় ধুলোপড়া রাস্তা,চকচকে পাথরের মসৃণ আবরণ। শেষ পথে আমি পাইনি খুঁজে নিজেকে! আমি উন্মাদ,আমি মাতাল!আমি মাটির উপরের জীবন্ত প্রাণী,মাটির নিচে পচে যাওয়া লাশ!আমি কফিনের সেই আতরেমাখা শৈল্পিক এক চিত্রকর্ম। আমি দেয়ালে ঝুলানো শেষ স্মৃতির আর্তনাদ! আমি উন্মাদ,আমি মাতাল!আমি ভোগের বস্তু,আমি অসহায়ের শত্রু!আমি পুরুষের শুক্রাণু।নারীর গর্ভপাতের অশ্রু! আমি উন্মাদ,আমি মাতাল!আমি ধর্ষক,আমি রক্ষক। আমি হায়নার মতো হিংস্র,আমি আঁধারে মতো ভীতু! আমি উন্মাদ,আমি মাতাল!আমি ছুটছি আমার পিছু!আমি পাচ্ছিনা কোন কিছু!কাঁদছে ষড়ঋতু,ছুটছে খবরের পিছু! আমি উন্মাদ,আমি মাতাল! বিশ||এক||বাইশ

No comments

Powered by Blogger.