সংকোচন প্রসারণ শুধুই কি একটা প্রক্রিয়া!

সংকোচন প্রসারণ শুধুই কি একটা প্রক্রিয়া!আমার কাছে কেন জানি মনে হয় এটা প্রক্রিয়া হতে পারেনা বিজ্ঞানের ভাষায়!যুগের ভাষায় ইহা বড় একটা সূত্র হয়ে দাঁড়িয়েছে মানজীবণে। জীবণে প্রতিনিয়ত সংকোচন আর প্রসারণ হচ্ছে।তা বুঝার ক্ষমতা রাখছি কি আমরা? জীবণের সবচেয়ে বড় সংকোচন হয়েছিল যখন হেরে গিয়েছিলাম জীবণের সাথে প্রতিনিয়ত ওতোপ্রোতোভাবে জড়িত সকল বিষয়বস্তুর কাছে! প্রসারণ জীবণে সবসময়ই ঘটে।যাহাই নতুন শিখি তাহাই প্রসারণ!তবে শেষের যাত্রায় কি সংকোচন টাই বড় বিষয়!সবাই নাকি হেরে যায়! সংকোচনকে মুছে ফেলে প্রসারণকে স্বাগত জানাই সবার জীবনে।🌼

No comments

Powered by Blogger.