একটা গল্প বলি শুনবে তোমরা?
একটা গল্প বলি শুনবে তোমরা?সেদিন এলাকার চায়ের দোকানের পাশ দিয়ে চাচ্ছিলাম।হঠাৎ আমার কানটা চলে গেলো দোকানে!সেখানে একটা আন্তজার্তিক হিসাব নিকাশ হচ্ছিলো!যে কার মনের মানুষ কত সুন্দর!
আমি সৌন্দর্যের ব্যাখা দেখলাম,গায়ের রং সাদা,টাকার রং রঙিন,পোশাকের রং উজ্জ্বল।এইসব শুনে আর দেখে হজম করে চলতে লাগলাম!এর মধ্যে আমার বোকামন আমাকে জিজ্ঞেস করলো তুই কি দেখলিরে পাগল!?
কি এক বিপদ!আমি বড় জ্বালায় পড়ে গেলাম। রাস্তার ধারে নিকোটিন লাগায় ভাবা শুরু করলাম!কি দেখলাম?জয় করলাম নাকি হারলাম!?
ক্যালকুলেশন শুরু করলাম পৃথিবীতে আছি আর কয় বছর বোধ করি বিশ-ত্রিশ বছর!বিয়ে সাধি করতে আরও পাঁচ বছর!তার সৌন্দর্য আরও থাকবে দশ বছর!
হচ্ছেনা হচ্ছেনা আমার ক্যালকুলেশন হচ্ছেনা!
মামা একটা সিগারেট দাও!
আমার মাথায় একখান ছবি আঁকা শুরু করলাম,যদিও জয়নুলের রঙ তুলি নেই!সেখানে তারে হিসাবের লাইগ্যা পৃথিবীর সেরা দু'খান চোখ দিলাম,সাদার চেয়েও সাদা রং দিলাম সারা দেহের,চুল দিলাম কেশ ভরা!
মামা আরেকটা সিগারেট দাও!
দূর,বাল,ছাল!কি এক মহাবিপদ চাপলো!মাথার মধ্যে ঢাকা শহরের রাস্তার রিকশা আর বাসের গ্যাঞ্জাম!কিন্তু কেউ ডাক দিয়া কইতাছেনা মহাখালী,যাত্রাবাড়ী,গুলিস্তান!
আসলে দেখলাম কি তারে নিয়ে এইসব হিসাব নিকাশ আমার হইবোনা,মানুষের কথায় নিজের জীবণের হিসাব নিকাশ করলে নিজের ক্ষতি!
হঠাৎ কার জানি ফোনকল,জেগে দেখি আমি বিছানায়!আসলে যেখানে সবচেয়ে শান্তির জায়গা ঘুম সেখানেই তোমারে নিয়ে হিসাব নিকাশ হচ্ছেনা।
তোমারে নিয়ে হিসাব নিকাশ করতে হইলে দেহ থেকে হৃদপিণ্ড খুলতে হবে!
সৌন্দর্য তোমার মস্তিষ্কে!
মন তোমার মস্তিষ্কে!
কাগজের নোট আর দেহের আকৃতি তোমার পকেটে!
পকেট নাকি মস্তিষ্ক?
আমি উন্মাদ,আমি মাতাল!
দেবী🖤

No comments