জীবণ অতি সহজ এক শব্দ হলেও!

জীবণ অতি সহজ এক শব্দ হলেও!এক সহজ জীবণ হতে পারলোনা!জীবণ এক সুন্দর দৃশ্য হলেও একটা সুন্দর রঙ তুলি হতে পারলোনা! জীবণ খুব দীর্ঘ আবার খুবই ছোট!সবটাই মাপ যোগের উপর!ভাবছিলাম জীবণকে নিয়ে কোন এক কোণে ততখনে জীবণ পালিয়েছিলো নিজের কাছ থেকে! জীবণের সাথে আমার কোন পৈতৃক সম্পত্তির ঝগড়া ছিলোনা,রাগারাগি ছিলোনা,ছিলোনা ভেদাভেদ।তবুও জীবণ পালিয়ে ছিলো। একটি জীবণ সাজিয়েছিলাম সকালে আবার নষ্ট করেছিলাম মাঝ রাতে!এই সময়ের দূরত্বে হয়েছিলাম মহারাজ,হয়েছিলাম টাকাওয়ালা,হয়েছিলাম গাড়িওয়ালা!নিতান্তই যেন এক সুন্দরে ভরা বেহেশত!যেখানে ভাবলেই সাজানো যাচ্ছে নিজের নিজের মতো করে। কি এক কথা ভেবে মাঝ রাতেই হারিয়ে ফেললাম জীবণটাকে!আসলে জীবণকে সাজাতেই সুন্দর লাগে তবে সাজানোর পর আর চর্চা করে রুপ দেওয়া হয়না! জীবণকে শেষ অবদি লাঠিতে নিয়ে গিয়েছিলাম।ভর করেছিলাম,শক্ত করে ধরেছিলাম।তবুও জীবণের থেকে পালিয়েছিলাম।কেন?জীবণ সুন্দর হলেও জীবণের সাথে চললান জিনিসগুলো সুন্দর হইলোনা! বুদ্ধির শুরুতে বলেছিলাম বড় হবো কবে!জীবণে কত কি যে হবে!বুদ্ধির শেষে বললাম জীবণ শেষ হবে কবে,এভাবে আর কত নাটক হবে! জীবণ সুন্দর, শুধু শব্দটাই! জীবণ নহে।

No comments

Powered by Blogger.