চোখের জল গলায় গড়িয়ে গলা ভিজেছে
চোখের জল গলায় গড়িয়ে গলা ভিজেছে
তবুও তৃষ্ণা মেটেনি।
মনের ব্যাথা অজান্তে দ্বিগুণ হয়েছে
তবুও কেউ দেখেনি!
স্বাধীন দেশে হাজারো মস্তিষ্ক
পরাধীন হয়ে ছুটে চলেছে
তবুও দেশকে স্বাধীন বলতে কেউ ভুলেনি!
চোখের জল গলায় গড়িয়ে গলা ভিজেছে
তবুও তৃষ্ণা মেটেনি।
মনের ব্যাথা অজান্তে দ্বিগুণ হয়েছে
তবুও কেউ দেখেনি!
স্বাধীন দেশে হাজারো মস্তিষ্ক
পরাধীন হয়ে ছুটে চলেছে
তবুও দেশকে স্বাধীন বলতে কেউ ভুলেনি!
No comments