কি হবে আর ভেবে!

কি হবে আর ভেবে!যদি তোমারে না দেখিতাম ঘোরের ঘরে!তোমারে দেখিবো বলে কত আঁধারকে করেছি আপন,দিয়েছি মোমের মতো আলো! তুমি সৃষ্টির স্রষ্টা, তুমি জীবিত প্রাণ! তুমি কোন এক গল্পের গান, তুমি এ যুগের নারী! তুমি পড়েছিলে শাড়ী, আমি দেখেছিলাম গোপনে তুমি কাজল আঁকছিলে দু'নয়নে। তুমি বেঁচে থাকো অনন্তকাল ধরে, আমি মায়াতে পড়ি নিজের মতো করে!

No comments

Powered by Blogger.